ইলাস্ট্রেটরে সহজে ইমেজ ট্রেস করুন
আপনারা অনেকেই ইমেজ এডিটিং এর কাজ ফটোশপে করে থাকেন। কিন্তু আপনারা জানেন ইমেজ এডিটিং এর কাজ ইলাস্ট্রেটরেও করা যেতে পারে? কিছুটা অবাক হলেন তাইনা? তাহলে চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আপনি ইলাস্ট্রেটর দিয়ে ইমেজ Trace করবেন।
ই-লার্ন বাংলাদেশ এর ভিডিও টিউটোরিয়াল কোর্স করুন
বিভিন্ন বিষয় শিখতে এখন আর ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই। ভিডিও টিউটোরিয়াল নিয়ে ঘরে বসেই শিখুন বিভিন্ন ধরনের প্রফেশনাল মানের কাজ।
বিস্তারিত পড়ুন
১. সর্বপ্রথম আপনাকে আপনার কম্পিউটার থেকে এডোবি ইলাস্ট্রেটর ওপেন করতে হবে।
২. তারপরে নিম্নের ছবির মতো File>New -এ ক্লিক করতে হবে নিম্নে দেওয়া ছবির মতো।
Illustrator New Document
গ্রাফিক ডিজাইন শিখে অনলাইনে ক্যারিয়ার গড়তে ভিডিও টি দেখুন
আরও ভিডিও
বিজ্ঞাপন
৩. 470px এবং 350px হিসাবে প্রস্থ এবং উচ্চতা নির্দিষ্ট করুন। তারপরে OK বোতামে ক্লিক করুন। (ছবি নিম্নে বর্ণিত)
৪.File>Place এ ক্লিক করে একটি ইমেজ এড করুন। (নিম্নে ছবিতে বর্ণিত)
আপনি যদি ছবি ছোটো বড় করতে চান তাহলে নিচের ছবির মতো Free Transform Tool ব্যবহার করতে পারেন।
৫. Window>Image Trace থেকে Image Trace panel ওপেন করুন।(নিচের ছবির মতো)
Drop Down menu থেকে Image Tracing Preset ঠিক করে নিতে পারেন।
এখানে অনেক Preset রয়েছে। আপনি এর যেকোনো একটি Preset ব্যবহার করতে পারবেন।
৬. আপনার পছন্দের সুনির্দিষ্ট সুবিধার জন্য নিখুঁত Preset নির্বাচন করতে উপরের দিকে Image Trace Panel আইকনে প্রেস করুন।
Image Tracing সেটিংস Tracing এর বিকল্প ডায়ালগ বাক্সে তৈরি করা যেতে পারে। আপনি Image Trace Panel Advanced অপশনটি চাপলে আপনি অতিরিক্ত সেটিংস পেয়ে যাবেন।
৭. চলুন Image Tracing Preset প্রয়োগ করা যাক। আমি এখানে Low Fidelity Photo ব্যবহার করেছি।
এটি সীমিত রং সহ Image Tracing খুব তারাতারি তৈরি করে।
৮. বেশ কিছু Preset প্রয়োগ করে দেখুন। Preset গুলোর ফলাফল Line Art এ প্রদর্শিত হবে।
Object > Image Trace>Release সিলেক্ট করে আমরা যেকোনো সময় Tracing রিমুভ করে রাস্টার ইমেজে আনতে পারি।
৯. Sketched Art প্রিসেট এপ্লাই করে ফেলি।
১০. Threshold অপশনটি আরো গাঢ় পিক্সেল তৈরি করতে সাহায্য করবে। তাই যদি আপনি Threshold মানটি আরও বেশি করে নেন তাহলে চিত্রের নীচের অংশ আরও গাঢ় হবে।
এখানে ছবিটির আরো বিস্তারিত জানার জন্য আমি 85% Path গুলো করেছি। সর্বদা নিশ্চিত করুন যে Noise এর মান নিম্ন মানের হতে হবে।
১১. Fill Option এবং Ignore White বক্স চেক করুন।
১২. আমরা সঠিক Image Tracing করতে পেরেছি।
১৩. ভেক্টর অবজেক্টের মাধ্যমে কোন Image এর কাজ সম্প্রসারিত করতে Expand বাটনে ক্লিক করুন।
১৪. মুল চিত্র ভেক্টর অবজেক্টে রুপান্তর করে নিন।
১৫. এখন মুল চিত্র এডিট করা চিত্রের সাথে Compare করে দেখুন।
আশা করি আপনারা ইলাস্ট্রেটর দিয়ে ইমেজ Trace করার উপায়টা খুব সহজে বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।